জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
বুধবার ১৭ই মার্চ সকালে নগরীর ২ নং রেলগেইট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
মেয়র আইভীর শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, নারায়ণগঞ্জ আসনের সাবেক সংরক্ষিত নারী সাংসদ হোসনে আরা বাবলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, এনসিসি‘র সিইও আবুল আমিন, এনসিসি ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির হোসেন প্রমুখ।