আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিজিটাল পাবলিক স্কুলের উদ্বোধন সম্পন্ন

ডিজিটাল

ডিজিটাল পাবলিক স্কুলের উদ্বোধন সম্পন্ন

ডিজিটাল

 

বাকী বিল্লাহঃ(সাঁথিয়া-বেড়া)প্রতিনিধিঃ জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে যাত্রা শুরু করলো পাবনার সাঁথিয়া উপজেলার করমজায় অবস্থিত ডিজিটাল পাবলিক স্কুল। পতাকা উত্তোলন করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি, জনাব মোঃ মকসুদ আলম চৌধুরী।অধ্যক্ষ,আলহেরা একাডেমী স্কুল এন্ড কলেজ বেড়া। সুশিক্ষা জাতীয় উন্নয়নের পুর্বশর্ত।আর এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেকে প্রতিষ্ঠিত করা ও আত্বপ্রত্বয়ী করে গড়ে তোলা বর্তমান বিশ্বে বিরাট চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেকে প্রতিষ্ঠিত ও আত্বপ্রত্বয়ী করার জন্যই “ডিজিটাল” পাবলিক স্কুলের আবির্ভাব।

আমরা বিশ্বাস করি আমাদের এই প্রতিষ্ঠান  সেই কাজটি করতে সক্ষম হবে।যা মানুষের হৃদয়ের মাঝে স্থান করে নিতেও সক্ষম বলে বক্তব্য রাখেন বক্তারা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাবঃমোঃ আবুসামা (এনজিও সহ-সভাপতি)বেড়া, জনাব শামসুর হক,বিশিষ্ট ব্যবসায়ী জনাবঃ কফিল উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী জনাবঃ ইউনুছ আলী বিশিষ্ট ব্যবসায়ী।সভাপতিত্ব করেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব, গিয়াস উদ্দিন আহম্মেদ।উপস্থাপনায় ছিলেন, স্কুলের সহকারী শিক্ষিকা,জনাবা,মিতা পারভীন