আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাটি ভর্তি ট্রলির ধাক্কায় হাদিল শরীফ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার ধলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাদিল শরীফ কাশিয়ানী উপজেলার ছোট বাহিরবাগ গ্রামের বাসিন্দা। নিহতের ছেলে রইজ শরীফ জানান, ঘটনাস্থলে রেলের কাজে ব্যবহিত ম্যাক্স গ্রুপের একটি মাটি ভর্তি ট্রলি হাদিল শরীফকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থালেই তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।