আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঞ্চনে সন্ত্রাসী হামলায় আহত ২

সংবাদচর্চা রিপোর্ট: কাঞ্চন পৌরসভার কালদী বাসস্ট্যান্ডে সন্ত্রাসী হামলায় দুইজন আহত হয়েছে। আহতরা হলেন কালদী গ্রামের মারফত আলীর ছেলে তোফাজ্জল , ফজলুল হকের ছেলে নাজমুল। গত ৭ মার্চ রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজমুলের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, রূপগঞ্জ থানা থেকে ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তারা সন্ত্রাসী হামলার শিকার হয়। সন্ত্রাসী এলোপাথারী কোপায় । সন্ত্রাসী সফি,নজরুল,রহমান,সাদেক,নাইম,শাহাদাত,অপু, আবির, জুম্মন,সোহেল খান,তামিমসহ অজ্ঞাত কয়েকজন মিলে তাদের উপর হামলা চালায়। ভোলাব ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান রক্তাক্ত প্যান্ট জব্দ করেছেন।