আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাছিনা গাজীর উদ্যোগে রূপগঞ্জে নারী দিবস পালিত

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর উ‌দ্যো‌গে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার (৮ মার্চ) সকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা ব‌লেন, মূল জনগোষ্ঠীর অর্ধেক নারী। নারীদের উন্নয়নের বাইরে রেখে কখনো প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কোনো দেশই মূল জনগোষ্ঠীর একটি অংশকে বাদ দিয়ে উন্নয়ন করতে পারে না। সমাজের সবাইকে সঙ্গে করেই আমাদের উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।

বক্তারা আরও ব‌লেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর নেতৃ‌ত্বে রূপগ‌ঞ্জে সর্ব ক্ষে‌ত্রে পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়ে আসছে । শিক্ষা, ক্রীড়া, রাজনী‌তি এবং সৃজনশীল ক্ষেত্রে নারীরা তাদের পুরুষ সহকর্মীর সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। রূপগ‌ঞ্জে আজকের নারী জাগরণের অগ্রদূত হা‌ছিনা গাজী। তার মাধ্যমে নতুন নারী নেতৃত্ব তৈরী হচ্ছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা হা‌ফিজা বেগম, উপ‌জেলা ম‌হিলালী‌গের সাধারন সম্পাদক শিলা রানী পাল, উপ‌জেলা ম‌হিলালী‌গের সাংগঠ‌নিক সম্পাদক রে‌হেনা বেগম, উপ‌জেলা যুবম‌হিলা লী‌গের সভাপ‌তি ফের‌দৌসী আক্তার রিয়া, সাধারন সম্পাদক সে‌লিনা আক্তার রিতাসহ স্থানীয় ম‌হিলালীগ ও যুবম‌হিলা লী‌গের নেত্রীরা উপস্থিত ছিলেন। 

এ‌দি‌কে, তারাব পৌরসভায় মেয়র হাছিনা গাজীর উ‌দ্যো‌গে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালিতে অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার (৮ মার্চ) সকালে তারাব পৌরসভা কার্যাল‌য়ে এ আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাব পৌরসভার সচিব তাজুল ইসলাম, তারাব পৌরসভার নগর পরিকল্পনাবিদ নিগার সুলতানা, ইঞ্জি. জহিরুল ইসলাম, তারাব পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, লায়লা পারভীন, জোসনা বেগম , মাহফুজা আক্তার, তারা‌ব পৌরসভা যুবম‌হিলা লী‌গের সভাপ‌তি পারুল আক্তার, সাধারন সম্পাদক বি‌বি হাওয়া শি‌ল্পিসহ অ‌নে‌কে। এবার আন্তর্জাতিক নারী দিবসের শ্লোগান ছিলো ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।