আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ৪ নং ওয়ার্ড ফাইনালে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আন্তঃওয়ার্ড গোল্ডকাপ ভলিবল সেমি ফাইনাল খেলা ৩ মার্চ বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় রূপগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডকে ২-০ পয়েন্টে পরাজিত করে ৪ নং ওয়ার্ড জয়লাভ করে ফাইনালে উঠে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক।
খেলা উদ্বধোন করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব রমজান আলী, রূপগঞ্জ ইউপি সদস্য রিটন প্রধান, আওলাদ হোসেন, আওয়ামীলিগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল, আব্দুল আলিম সরকার, নাজিম উদ্দিন ভুঁইয়া কুসুম, অলিউল্লাহ মীর, গোলাম রসুল, মমিন আলি বেপারি, যুবলীগ নেতা আব্দুল হামিদ, গ্রীন হ্যাভেন স্কুলের পরিচালক আল-আমিন মাসুদ, ক্রীড়ানুরাগী মোস্তফা মিয়া, মোহাম্মদ পলাশ প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন আব্দুল আহাদ মাষ্টার।