সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নারায়ণগঞ্জ। এসময় ২০৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
সোমবার ১লা মার্চ সদর উপজেলার চানমারি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমু, মানজুরা মুশাররফ, মাহমুদা মাসুদ, সানজিদা আক্তার, মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে এবং ডিএনসি, নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো: মামুন (৩০), পিতা- মৃত: সুলতান ২.মো. বাবুল মিয়া(৩২), পিতা মৃত রহমান আলী মিয়া ৩.মো: হাবিব (৩৭), পিতা মৃত লাল মিয়া ৪.মো: সুমন(২০), পিতা মো:জাফর ৫.মো: সালাম(২৫), পিতা মো: জাফর ৬. মো: বাবু(২৫), পিতা মো: সামছুদ্দিন ৭.মো: ইয়াছিন(৩৫) পিতাঃ মোঃআমজাদ ৮.মো:হাফিজুল(২৮), পিতা আবুল কাসেম ৯.মো:চঞ্চল মিয়া(২৮), পিতা মৃত আবুল খায়ের ১০.মো:সোহেল(২৬) পিতাঃ মৃত ইল্লামিন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ গ্রেফতারকৃত আসামীকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং জরিমানা অনাদায়ে আরও কারাদন্ড প্রদান করেন।