গোপালগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলা আহত -১
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়ী গ্রামে জমিজমা বিষয়কে কেন্দ্র করে এনায়েত ফরাজী (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম কয়েছে প্রতিপক্ষে লোকজন।
উল্লেখ্য গত ২৪(ডিসেম্বর) রবিবার সন্ধ্যা(৭টার)দিকে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড গোলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনা এলাকাবাসির ও মামলা সূএে জানা যায়,দীর্ঘদিন ধওে বেলায়েত ফরাজী,মাহাবুল ফরাজী,ও এনায়েত ফরাজীর মধ্যে জমিজমা নিয়ে দন্দ চলে আসছিলো।এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে ভয় ও,প্রাণ নাশের হুমকি দেন এনায়েতকে।
এরই জের ধরে গত রবিবার সন্ধ্যায় বেলায়েত ফরাজী,মাহাবুব ফরাজী,ও তার সন্ত্রাসী বাহিনী মিলে এনায়েত এর বাড়ী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘিরাও করে,পরে এনায়েত ঘর থেকে বের হলে বেলায়েত ফরাজীর,নেত্বেতে তার সন্ত্রাসী গ্রুপ তাকে কুপিয়ে পালিয়ে যান তারা।
এতে গুরুত্বর জখম হয় এনায়েত ফরাজী ।পরে আহত অবস্থায় এলাকাবাসি তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।এ ব্যাপারে আহত এনায়েতের স্ত্রী মাহাম্মুদা খানম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় বেলায়েত ফরাজী সহ (৮জনকে) আসামী করে একটি মামলা দায়ের করে
। মামলা নং ৫১,এ মামলায় গোপালগঞ্জ সদর থানার পুলিশের (এস আই) তনময় সাহা,জানান,এ ঘটনায় মারুফ ফরাজী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছি। তবে এখনো ভয়ে আতংকে দিন কাটছে এনায়েতের পরিবারের ।