নিজস্ব প্রতিবেদক: কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ( প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান বলেছেন , ভূমিদস্যুদের হাত থেকে কায়েতপাড়াকে বাঁচানোর সময় এসেছে। ভূমিদস্যুদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না। নির্বাচনে কায়েতপাড়ার মাটিতে ভূমিদস্যুদের স্থান হবে না।
তিনি বলেন, আমার নেতা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রাজনীতির পাশাপাশি ব্যবসা করার নির্দেশ দিয়েছেন। আমরা ব্যবসার দিকে অগ্রসর হচ্ছি।
শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) রূপগঞ্জ উপজেলার চনপাড়া বটতলা এলাকায় ভাই ভাই মিনি রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বজলুর রহমান এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন হাশেম মাদবর, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সর্দার, কায়েতপাড়া ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন, ৯ নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি আবুল খায়ের, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মজিবুর রহমান দ্বীনইসলাম প্রমুখ।