আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা টিকা নিলেন শামীম ওসমান

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান করোনা টিকা (ভ্যাকসিন) নিয়েছেন। বুধবার ২৪শে ফেব্রুয়ারি দুপুর ১টায় নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে এ টিকা গ্রহণ করেন তিনি।

এদিকে গতকাল শামীম ওসমানের পরিবারের অন্যান্য সদস্যরা টিকা নিয়েছেন।

এ সময় হাসপাতালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু, জেলা করোনা ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

নারায়ণগঞ্জে গত ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টিকা প্রদান কার্যক্রম। প্রথম পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার করোনার টিকা (ভ্যাকসিন) কোভিশিল্ড এসেছে।

নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩’শ শয্যা হাসপাতাল ও ১০০ শয্যা জেনারেল হাসাপাতলসহ আরও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা বিনামূল্যে বিতরণ করছে সরকার