আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কায়েতপাড়ায় উঠান বৈঠক

সংবাদচর্চা রিপোর্ট: রূপগ‌ঞ্জে কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে উঠান বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১৮ ফেব্রুয়ারি) বিকা‌লে উপ‌জেলার বড়ালু এলাকায় এ উঠান বৈঠক ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে উ‌দ্বোধন ক‌রেন বস্ত্র ও পাটমন্ত্রী ‌গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা ম‌তিউর রহমান আকন্দ, শ্রী র‌বি রায়, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক নাজমুল খন্দকার জয়, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপ‌তি ওমর ফারুক ভুঁইয়া, সাধারণ সম্পাদক না‌দিম হোসেন অপু, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন মহিলালীগের সভাপতি নাজমা খান, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিকসহ অ‌নে‌কে। বৈঠ‌কে সভাপ‌তিত্ব ক‌রেন আওয়ামী লীগ নেতা জ‌হিরুল ইসলাম জ‌হির।