সংবাদচর্চা রিপোর্ট : বান্দরবানে গাজী রাবার প্রসেসিং প্লান্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী কুমারী এলাকায় গাজী গ্রুপের চেয়ারম্যান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক গাজী রাবার প্রসেসিং প্লান্ট উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে কুমারী এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং , ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক গাজী গোলাম আশরীয়া বাপ্পী। এসময় বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তারসহ গাজী গ্রুপের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ গাজী রাবার প্রসেসিং প্লান্টের পণ্য ঘুরে দেখেন।