সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ১৫টি দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার ১৫ই ফেব্রুয়ারী রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকাস্থ ডেমরা সড়কের পাশে সরকারী জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকান্ডের খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, মালিক পক্ষের দাবী অগ্নিকান্ডে তাদের ১০-১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের পর আমরা সঠিক কারণটা বলতে পারবো।
তিনি জানান, এখানে ফার্নিচার, পুরাতন জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের ভাঙ্গারী, ঝুট, কার্টুন ও কাগজের গোডাউন।