আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনার টিকা নিলেন মেয়র আইভী

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়ার ড. সেলিনা হায়াৎ আইভী করোনা ভাইরাসের (ভ্যাকসিন) টিকা নিয়েছেন।  

সোমবার ১৫ই ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেন।

টিকা নেওয়ার প্রতিক্রিয়ায় আইভী গণমাধ্যমকে জানান, টিকা নিলাম। আমার কোন খারাপ লাগছেনা। আমি নারায়ণগঞ্জবাসীকে টিকা নেওয়ার আহবান জানাই। এই টিকা সম্পূর্ণ নিরাপদ। শুধু ভ্যাকসিন নিলেই হবে না। আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এদিকে নারায়ণগঞ্জে প্রথম পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার করোনার টিকা (ভ্যাকসিন) কোভিশিল্ড এসেছে। নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩’শ শয্যা হাসপাতাল ও ১০০ শয্যা জেনারেল হাসাপাতলসহ আরও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা বিনামূল্যে বিতরণ করছে সরকার।