সংবাদচর্চা রিপোর্ট:
বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রূপগঞ্জের ভোলাব এলাকার আবুল হোসেন খান ।
শনিবার ( ১৩ ফেব্রুয়ারি ) বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তিনি বিজয়ী হন।
নবনির্বাচিত বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন খান শনিবার গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। গাজী গোলাম মর্তুজা পাপ্পা তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত , আবুল হোসেন খান ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সাথে তার সুসম্পর্ক রয়েছে।