আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে করোনার টিকাদান শুরু


নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোভিড -১৯ এর প্রথম টিকা নিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন। কোভিড-১৯ প্রতিরোধের লক্ষ্যে রোববার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, সহকারী কমিশনার (ভূমি) মো: উজ্জল হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আমীন, ডাঃ শান্তা ত্রিবেদী, ডাঃ গোলাম দস্তগীর প্রিন্স, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। দ্বিতীয় টিকা দেন সাবেক সিভিল সার্জন ডাঃ লোকমান হেকিম। এর পর হাসপাতালের পরিসংখ্যানবিদ মাহমুদুল হাসান টিকা গ্রহণ করেন। টিকা নেওয়ার ২ ঘন্টা পর উপজেলা নির্বাহী অফিসা মো: সোহাগ হোসেনের অনুভুতি জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমি টিকা গ্রহণ করে সুস্থ আছি। আপনারা সকলে নির্ভয়ে টিকা গ্রহণ করুন।