আজ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে আরও ৭জন করোনা আক্রান্ত

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জে গেল ২৪ ঘন্টায় ২৪৪ জ‌নের ক‌রোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে নতুন করে আরও ৭জন আক্রান্ত। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৭৭ জনে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৫৬ জন।

সোমবার ৪ঠা ফেব্রুয়ারী সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জন সূত্র জানায়,নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৭জনের। ৫ জন সিটি কর্পোরেশন এলাকার ও সদরে ২ জন।
এদিকে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৮০ জন ও আক্রান্ত ৩ হাজার ৩৫১ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮৯৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৪১ ও মারা গেছেন ৬ জন।

আড়াইহাজারে আক্রান্ত ৬৮৯ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৮৩৯ ও মারা গেছেন ২৮ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬১ জন।

জেলায় এই পর্যন্ত মোট ৭০ হাজার ৯০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৮ হাজার ৫৪০ জন।

স্পন্সরেড আর্টিকেলঃ