আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূলতায় কম্বল বিতরণ


নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জে দিন দিন শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ছিন্নমূল, অসহায় ও দরিদ্র, নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন ভূলতা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম রূপস। শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার দিক নির্দেশনায় উপজেলার ভূলতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আউখাব ও বলাইখা এলাকাতে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ৫০০টি কম্বল বিতরণ করা হয়। এসময় তিনি বৃদ্ধ ও শিশু-কিশোরদের গাঁয়ে শীতের কম্বল পড়িয়ে দেন এবং উপস্থিত সকলকে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নিয়মনীতি মেনে চলার পরামর্শ দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূলতা ৩নং ওয়ার্ড সভাপতি কাজী হেলাল, ভূলতা ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সৈয়দ আল-আমিন,
ভূলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভূঁইয়া, ভূলতা ইউনিয়ন সহ-সভাপতি ওয়ালউদ্দি ভূঁইয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাঈদ ৩নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী কানন, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সৈয়দ অলিফ প্রমুখ।