আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোট কেন্দ্র পরিদর্শনে হাছিনা গাজী

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার সাধারণ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মেয়র হাছিনা গাজী। শনিবার ( ১৬ জানুয়ারি) ১ নং ওয়ার্ডের গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তিনি । এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরসহ অনেকে। ভোটের পরিবেশ ভালো। এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। ভোটকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রসঙ্গত এবার ভোট হচ্ছে ৬ টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে। মোট প্রার্থী রয়েছেন ৩৬ জন। তার মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১০ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৬ জন। এ নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাছিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। এছাড়া তিনজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। তারা হলেন, ১ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির, ৪ নং ওয়ার্ডে আক্তার হোসেন, ৬ নং ওয়ার্ডে মাহাবুবুর রহমান জাকারিয়া।