মাজহারুল ইসলামঃ নারায়নগঞ্জের সোনারগাঁয়ে খাল দখলমুক্ত করতে একটি পৌরসভা ও দুইটি ইউনিয়নের দশ গ্রামবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে এ মানব বন্ধন পালন করা হয়।মানববন্ধনে নারী পূরুষ ও শিশুসহ কয়েক’শ নিরিহ গ্রামবাসী অংশ নিয়েছে। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনূর ইসলামের কাছে স্মারক লিপি প্রদান করেছে গ্রামবাসী।
জানা যায়,মেঘনা নদী থেকে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সোনাময়ী ও হাড়িয়া চক্রবর্তীপাড়ার উপর দিয়ে প্রবাহিত ঐতিহাসিক সরকারী রামদী খালের দক্ষিন দিকে প্রায় এক কিলোমিটার জায়গা বালু দিয়ে ভরাট করে ফেলেছে আমান গ্রুপ নামে একটি সিমেন্ট কোম্পানি।যার ফলে এলাকার জনগনের রান্না বান্না, কৃষি সেচ ও গোসলসহ দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে গেছে।
এছাড়া বালি ভরাটের কারনে স্থানীয় যুবকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি মৎস খামারের প্রায় বার লাখ টাকার মাছ মারা গেছে। এ ব্যাপারে ভুক্তভূগীরা আমান গ্রুপের সাথে যোগাযোগ করলে বালি ভরাটের ব্যাপারে বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান ডাঃআব্দুর রউফকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান। গ্রামবাসী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফের সাথে যোগাযোগ করলে তিনি ভরাটের ব্যাপারে কোন সঠিক উত্তর দিতে পারেননি।
উপজেলার বৈদ্যেরবাজার,সনমান্দি ও পৌরসভা জনগনের খালটির একাংশ অবৈধভাবে ভরাট করে ফেলায় চরম দূর্ভোগে পড়েছে ওই সব এলাকার বাসিন্দারা। তাই দ্রুত ওই খালটি ভরাট মুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।