আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিরাপদ খাদ্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: ইউএনও

সংবাদচর্চা রিপোর্ট: নিরাপদ খাদ্য সম্পর্কে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রূপগঞ্জে খাদ্য নিরাপত্তা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১১ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে এই সেমিনার হয়। সেমিনারে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুরসাত জাহান। তিনি বলেন, রূপগঞ্জবাসীর জন্য ভেজালহীন নিরাপদ খাদ্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বাজারে মানহীন খাদ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নতুন একটা অধিদপ্তর করেছেন। সেই অধিদপ্তরকে আমরা সহযোগিতা করব। পাশাপাশি জনগণকে পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণের ব্যাপারে সচেতন হতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফা খাঁন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা খাদ্যের প্রচারে বিভ্রান্তিকর তথ্যে বিজ্ঞাপন প্রচার কিংবা হোটেল-রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।