আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

র‌্যাবের স্বেচ্ছায় রক্তদান

সংবাদ বিজ্ঞপ্তি: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ( ৫ জানুয়ারি) স্বেচ্ছায় রক্তদান করেছে নারায়ণগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১ এর সদস্যবৃন্দ।র‌্যাব-১১ (আদমজীনগর) নারায়ণগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার সাইফুল আলম রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। ৩০ জন র‌্যাব সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। গত ১ জানুয়ারি শুক্রবার জুম্মার সময় র‌্যাব-১১ (আদমজীনগর) নারায়ণগঞ্জ কর্তৃক র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকার ৫টি মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করার মধ্য দিয়ে “র‌্যাব সেবা সপ্তাহ” এর কার্যক্রম শুরু করা হয়। গত ২ জানুয়ারি র‌্যাব-১১ এর তত্ত্বাবধানে ৩টি এতিমখানায় পাঁচ শতাধিক এতিম শিশুদের মাঝে এতিমখানার শিক্ষক মন্ডলী ও পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে খাদ্য বিতরণ কর্মসূচী এবং গত ০৪ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন গুরত্বপূর্ণ স্থান, সড়ক ও দ্বীপে বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। রক্তদান কর্মসূচীর মাধ্যমে দেশবাসীর সাথে একাত্ম হয়ে র‌্যাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করছে। ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে র‌্যাবের অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি এই ধরনের সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। “র‌্যাব সেবা সপ্তাহ” উপলক্ষ্যে আগামী ৭ জানুয়ারি শীতার্তদের মাঝে এক হাজার শীতবস্ত্র বিতরণ, ১০ জানুয়ারি পাঁচ শতাধিক দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং ১১ জানুয়ারি দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচী পালন করা হবে।

সর্বশেষ সংবাদ