আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যোগদান করলেন নতুন ডিসি

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে সোমবার ( ৪ জানুয়ারি) যোগদান করেছে মো. মোস্তাইন বিল্লাহ। তাকে দায়িত্বভার অর্পণ করে বিদায় নেন সদ্য বিদায়ী হওয়া জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর ছেলে। নারায়ণগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ২০১৯ সালের ২৩ জুন বরগুনায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ২১তম বিসিএস কর্মকর্তা।

উল্লেখ্য, সদ্য বিদায়ী হওয়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে মো. জসিম উদ্দিন ২০১৯ সালের ২৪ জুন মো. জসিম উদ্দিন দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর থেকেই তিনি নারায়ণগঞ্জের মানুষের মনে শ্রদ্ধা-ভালোবাসা দিয়ে জায়গা করে নেন।

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসককে দায়িত্বভার বুঝিয়ে দেয়ার আগে সদ্য বিদায়ী জেলা প্রশাসককে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

২০ তম বিসিএস এর এই কর্মকর্তাকে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব পদে নিযুক্ত করা হয়েছে।

বেলা সোয়া ১১টার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন।