আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইয়াবাসহ গ্রেপ্তার সেই সেলিম রেজা রিমান্ডে

সংবাদচর্চা রিপোর্ট: ১ হাজার ৭শ ১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সেই মাদক ব্যবসায়ী সেলিম রেজার (৫০) ১ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

রিমান্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী সেলিম রেজা চনপাড়া এলাকার মৃত. আব্দুল হালিমের ছেলে।

সোমবার (৪ জানুয়ারি) সকালে আসামিকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলম এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে, শনিবার (২ জানুয়ারি) দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের এএসআই অঞ্জুন বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে উঠানো হয়। পরে শুনানি শেষে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সেলিম রেজা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁও থানাসহ বেশ কিছু এলাকায় পাইকারীভাবে ইয়াবার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে জমিদখল নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ত রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার নিকট সংরক্ষিত থাকা ১ হাজার ৭শ ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ।