আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শীতার্তদের মাঝে পাপ্পা গাজীর কম্বল বিতরণ

 সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা , বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। রবিবার ( ৩ জানুয়ারি) বিকালে রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় তিনি শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। এসময় তিনি বলেন, অসহায় শীর্তাত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রূপগঞ্জের অনেক বিত্তবান ইতোমধ্যে শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। গাজী পরিবার রূপগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। দলীয় নেতাকর্মীদের মাধ্যমে রূপগঞ্জের প্রত্যেকটা এলাকায় শীতবস্ত্র পৌছে দেওয়া হচ্ছে।

গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, কোনো মানুষ শীতে কষ্ট করুক আমরা তা চাই না। আমরা চেষ্টা করছি রূপগঞ্জের প্রত্যেকটা শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেওয়ার জন্য।

রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি কামরুল হাসান তু‌হিন, উপ‌জেলা আওয়ামীলী‌গের সা‌বেক দপ্তর সম্পাদক আব্দুল আ‌জিজ, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ ইউ‌নিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সহ-সভাপ‌তি আব্দুল ম‌তিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামী লীগ নেতা নবী হো‌সেন , মুরাদ হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপ‌স্থিত ছিলেন।

এছাড়া কাঞ্চন পৌর এলাকায় রবিবার শীর্তাতদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করেছে গাজী পরিবার।  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নিজস্ব তহবিল থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।