আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর বেলাবোতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সিমান্তবর্তী এলাকা দরিকান্দিতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বেলাবো থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।  পুলিশ জানিয়েছে, ভৈরব থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘনাস্থলেই চারজন মারা যান। আহত হন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।