আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খোকার বিরুদ্ধে মামলা করতে আদালতে কায়সার

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নারায়ণগঞ্জ -৩ ( সোনারগাঁ) আসনে জাতীয় পার্টি সমর্থিত বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেছেন একই আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত। বুধবার ( ৩০ ডিসেম্বর) সকালে তিনি মামলার করতে আদালতে যান। বাদী পক্ষের আইনজীবী এড. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বাদী সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের জবানবন্দী রেকর্ড করা হয়েছে। বিজ্ঞ আদালত সবকিছু বিবেচনা করে রায় প্রদান করবেন। বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে মামলাটি হয়েছে। তিনি ( খোকা) সম্প্রতি সোনারগাঁ পৌর এলাকায় একটি সভায় সাবেক সংসদ সদস্য সদস্য কায়সার হাসনাতের মাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। যা তার মানহানি হয়েছে। আদালতে কায়সার হাসনাতের সাথে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ অনেকে। বিকালে লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে করা মানহানির মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।