আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ জেলা পুলিশ

সংবাদচর্চা রিপোর্ট: ঢাকা রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি টুর্নামেন্ট ২০২০ এর চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ । ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও নরসিংদী জেলা পুলিশ কাবাডি দল। প্রতিযোগিতা পূর্ণ এ খেলায় ৫৪-৩৪ পয়েন্টে নরসিংদী জেলা পুলিশ কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হ‌ওয়ার গৌরব অর্জন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দল । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান উপস্থিত থেকে খেলা উপভোগ এবং পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর), নারায়ণগঞ্জ সুভাস চন্দ্র সাহা। টিমের কোচ ছিলেন এএসআই মোঃ ফজলুল হক। নরসিংদী জেলা পুলিশ কাবাডি দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী শাহেদ আহমেদ এবং কোচ ছিলেন এএসআই মোঃ বাচ্চু মিয়া। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি । পুরো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পেলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাবাডি দলের চৌকস খেলোয়াড় আসাদ এবং সেরা রেইডার হিসেব পুরস্কৃত হন একই দলের মশিউর রহমান। খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আরিফ মিহির এবং তাঁকে সহযোগিতা করেন রেফারি প্রদীপ কুমার, পঙ্কজ কুমার বিশ্বাস, মাহবুব হোসেন বিজন, আরিফুল ইসলাম এবং শারমিন বেগম।

সর্বশেষ সংবাদ