আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শামীম ওসমানের ভাবিকে সাজিয়েছে বঙ্গবন্ধুর খুনির স্ত্রী

সংবাদচর্চা রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি বজলুর হুদার স্ত্রী নাসিম ওসমানের বিয়েতে তার স্ত্রী পারভীন ওসমানকে সাজিয়ে দিয়েছে। শনিবার ( ২৬ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জে নাভানা ভুঁইয়া বালুর মাঠে আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, যে আমার ভাবিকে সাজাচ্ছিল সেছিলো বঙ্গবন্ধু হত্যার খুনি বজলুর হুদার স্ত্রী। সে আমার ভাবিকে সাজাচ্ছিল। পরে জানলাম ঐ খুনি বজলুর হুদা। সে একটা কালো রঙ্গের গাড়িতে এসে তার বউকে বার বার ডাকছিলো। তার বউ বিলম্ব করাতে সে তার বউকে একটা অশ্লীল ভাষায় গালি দিয়েছিলো। দেড়ি করলি কেনো। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নাসিম ওসমানের বিয়ের বউভাত অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। সেই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ছেলে শেখ কামালের আসার কথা ছিলো। কিন্তু তাদের ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে স্বপরিবারে হত্যা করা হয়।

শামীম ওসমান বলেন, নাসিম ওসমানের বন্ধু ছিলো শেখ কামাল। কামাল ভাইয়ের আসা হলো না। আমার ভাইয়ের বউভাত অনুষ্ঠানও হলো না। রাতের বেলায় খবর পেলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ