আজ মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাকারিয়ার প্রার্থীতা বৈধ

সংবাদচর্চা রিপোর্ট: আসন্ন তারাব পৌরসভার সাধারণ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের (বরপা) কাউন্সিলর প্রার্থী তারাব পৌর যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক মাহবুবুর রহমান জাকারিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান। মঙ্গলবার ( ২২ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে কাউন্সিলর পদে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী , উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান, কাউন্সিলর প্রার্থী তারাব পৌর যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক মাহবুবুর রহমান জাকারিয়া মোল্লা সহ অনেকে।

প্রসঙ্গত তারাব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ছেলে কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রহমান জাকারিয়া। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ১৬ জানুয়ারি। ৬ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৮ হাজার ৬শ ৩৪ । প্রার্থীর নির্বাচনী ব্যয় ১ লাখ টাকা। প্রার্থীর ব্যক্তিগত খরচ ৭ হাজার টাকা। জামানত ৫ হাজার টাকা।