সংবাদচর্চা রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযানে ডাকাতি ও ছিনতাই কালে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬(ছয়) ডাকাত ও ৩ (তিন) ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সাইদুল (৩৮), মোঃ হাফিজুর বেপারী (২১), জুবায়ের মোল্লা (২০), হানিফ শেখ (৩০), মহসিন বেপারী (৩০), ইউসুফ মাতব্বর (১৮)। ২১ ডিসেম্বর রাতে বসিলা গার্ডেন সিটি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। রাতের বেলায় তারা এরকম দুই বা ততোধিক দল একত্র হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়ীতে গ্রিল কেটে ও তালা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতি করে থাকে। এছাড়াও গত ২০ ডিসেম্বর র্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সাতমসজিদ হাউজিং এলাকায় ছিনতাই করার উদ্দেশ্যে ৩/৪ জন দুষ্কৃতিকারী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রাত ১১ টায় ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সংঘবদ্ধ ছিনতাই পার্টির সক্রিয় সদস্য মোঃ শুভ (২২), মোঃ হোসেন (২১), মোঃ সালমান হাসিব (৩৩) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় আস্ত্র, মাদক ও আসামীদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীগণ একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা রাস্তা পারাপারে সময় সাধারণ জনগনের সাথে থাকা ব্যাগ চাকু দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছোঁ মেরে ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। র্যাব-২ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।