আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের আয়োজনে আলোকচিত্র প্রদর্শণী

তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি: বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের আয়োজনে সোমবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা উৎসবে ঢাকা ঐতিহ্য আলোকচিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি কার্তিক চ্যাটার্জির সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ-০১ রূপগঞ্জ আসনের সাংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-০২ আড়াইহাজার আসনের সাংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

এ সময় গোলাম দস্তগীর গাজী বলেন, ঢাকা একটি প্রাচীন নগরী এই নগরীর প্রতিটি অলিতে গলিতে রয়েছে সভ্যতা ও সংষ্কৃতিক ছোঁয়া । যা কিনা আজ অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে ধ্বংসের মুখে । তাই সাংবাদিক ভাইদের উচিত ঢাকার ঐতিহ্যকে নিয়মিত ভাবে সবার সামনে তুলে ধরা।