আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে সহোদর কিশোর নিখোঁজ

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকা থেকে গত ৫দিন পূর্বে শাহআলম (১৪) ও সাজু (১২) নামে দুই কিশোর সহোদর নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া উঠেছে।এ ঘটনায় (২৬ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে নিখোঁজ দুই সহোদররের বাবা মতিউর রহমান বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি জিডি করেছেন।
নিখোঁজ সহোদরের বাবা মতিউর রহমান লালমনিরহাট জেলার আদিতমারি থানার দিঘলটারী গ্রামের মৃত আব্দুর মজিদের ছেলে।তিনি গত ৩-৪ বছর যাবত কাঁচপুর নয়াবাড়ি এলাকার সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থেকে একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।
নিখোঁজ সহোদরের বাবা মতিউর রহমান জানান,গত (২২ ডিসেম্বর) শুক্রবার দুপুরে সোনারগাঁওয়ের কাঁচপুর কুতুবপুর মঞ্জুর খোলা হাফিজিয়া মাদরাসাতে পড়ুয়া তার ছেলে শাহআলম এক ঘন্টার জন্য মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে দুপুরের খাবার খেতে।বেলা ৩ টার দিকে ছোট ভাই সাজুকে সঙ্গে নিয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।গত ৫দিন যাবত বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাদের কোন সন্ধান না পেয়ে মঙ্গলবার দুপুরে সোনারগাঁও থানায় এসে একটি জিডি করেন।
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি)মোরশেদ আলম বলেন,সহোদরদের নিখোঁজের বিষয়ে থানায় জিডি নেয়া হয়েছে।তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।