আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পদ্মা সেতু শেখ হাসিনার সাহসিকতার ফল: মন্ত্রী গাজী

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করেন। বিজয়ের মাসে নিজস্ব অর্থায়নে বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর দুই পাড় যুক্ত হয়েছে। আজকের এ পদ্মাসেতু শেখ হাসিনার সাহসিকতার ফল। পদ্মা সেতু আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সফলতা। এই সেতুর জন্য বিরোধী দল অনেক অপবাদ দিয়েছে সরকারকে ।এখন তারা কি বলবে।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, রূপগঞ্জে চলমান উন্নয়ন কাজগুলো সঠিক ভাবে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। যে কাজগুলো করা দরকার বাদ আছে তা জানাবেন ।