আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভ্যাকসিন প্রয়োগ শুরু

অনলাইন রিপোর্ট: জরুরি ভিত্তিতে ছাড়পত্র পাওয়ার পর থেকে যুক্তরাজ্যে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে । যুক্তরাজ্য স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টা ৩১ মিনিটে ৯০ বছর বয়সী মার্গারেট কিনান নামের এক নারীকে করোনা ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে প্রথমটি দেওয়া হয়।

এদিকে করোনার ভ্যাকসিন প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। এক বার্তায় জনসন বলেন, যে সব বিজ্ঞানী এই ভ্যাকসিন তৈরির জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ। এছাড়া যারা স্বেচ্ছাসেবক এবং যারা অন্যদের রক্ষা করতে লড়াই করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই।

পশ্চিমা দেশগুলোর মধ্যে ব্রিটেনই প্রথম কোনো দেশ যারা জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র দিয়েছে। আগামী ১০ ডিসেম্বর এ বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। গুঞ্জন রয়েছে জানুয়ারি মাসে করোনার টিকা দেয়া শুরু হতে পারে কানাডাতেও।