সংবাদচর্চা রিপোর্টঃ
নওগাঁ জেলার মান্দা উপজেলায় অসহায় ও দ্ররিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ:কানেক্টিং পিপল’। শনিবার দুপুরে নাভানা গ্রুপের অর্থায়নে ডু সামথিং ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলায় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের এজিএম আফজাল ইবনে নাজিম। কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শীত বাড়ছে। এখনি শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাই শীতার্ত মানুষকে উষ্ণতা দিতে পারে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সংযোগ:কানেক্টিং পিপলের স্বেচ্ছাসেবী আমিনুল ইসলাম জানান, সংযোগের মাধ্যমে আমরা মান্দার অসহায় প্রবীণ মানুষদের কম্বল দিচ্ছি।আমরা চাই দেশের একজন প্রবীণ মানুষও যেন শীতে কষ্ট না পান।
উল্লেখ্য, দেশের অসহায়, গরিব আর প্রান্তিক মানুষদের শীতে যাতে থরথর কাঁপতে না হয়, সেজন্য ‘সংযোগ : কানেক্টিং পিপল’ এর শীতবস্ত্র ব্যাংকের মাধ্যমে এ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ পর্যন্ত এ কর্মসূচির আওতায় দেশের প্রায় ১৫টি জেলায় মোট ৪০০০টি নতুন কম্বল আর ৩৫০০ বিভিন্ন বয়সের মানুষের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।