আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশ লাইন্সে নতুন ক্যান্টিনের উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। রবিবার ( ৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কল্যাণ সভা হয়। সম্প্রতি মৃত পুলিশ সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কল্যাণ সভা শেষে পুলিশ লাইন্সে নতুন ক্যান্টিনের উদ্বোধন করেন পুলিশ সুপার । দুপুর একটায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় নভেম্বর/২০২০ মাসের অপরাধ পর্যালোচনা সভা। এ সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ, সিআইডি ও পিবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।