পিরোজপুর প্রতিনিধি ॥ ইন্দুরকানীতে পিকে, এস, এফ ও ডাক দিয়ে যাই এর উদ্দ্যোগে নবান্ন উৎসব উৎযাপন উপলক্ষে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল পাইলট বিদ্যালয়ে মাঠে ২ দিন ব্যাপী উৎসব শুরু হয়েছে। সোমবার বেলা ১১.০০ টায় পতাকা উৎতলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভাধন করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, পরে তিনি পিঠা ষ্টল নিয়ে আসা পিঠা ষ্টল গুলো ঘুরে দেখেন।
এসময় তার সাথে ছিলেন তার সহর্ধমীনি মিসেস রাজিব আহমেদ, পিঠা উৎসবে অংশগ্রহন করেন এনজিও সংস্থা রুপসী বাংলার বর্ণালী পিঠা ঘর, মেহেউদ্দিন পাইলটের পৌষ পার্বন পিঠা ঘর, সেতারা স্মৃতি গ্রাম বাংলা ঐতিহ্য পিঠা ঘর পরিদর্শন করেন।
ইন্দুরকানী এম, ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান (সাঈদের) সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তাব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, ইন্দুরকানী উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, জেলা ক্রিয়া কর্মকর্তা বাবু নরেশ চন্দ্র দাস, ডাক দিয়ে যাই এর প্রধান সমন্ময়কারী উজ্জল কুমার, রুপাসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু, এম,ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম খান, ইন্দুরকানী কলেজের প্রভাষক জাকারিয়া হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন ফকির, ইন্দুরকানী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়ন সাংবাদিক ফারুক হোসাইন, ডাক দিয়ে যাই ইন্দুরকানী শাখা ম্যানেজার মোঃ নজরুল ইসলাম ও বিভিন্ন এনজিও কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পরে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন গাজীকে মরনোত্তর সম্মাননা ক্রেস প্রদান করা হয়।