আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদাবাজি মামলায় আদালতে নূর হোসেন

নিজস্ব প্রতিবেদক: অস্ত্র, চাঁদাবাজি ও মাদক আইনে দায়েরকৃত সাতটি মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়েছে আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে।বৃহস্পতিবার দুপুরে পুলিশের কড়া নিরাপত্তায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় নূর হোসেনকে। এসময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে এই সাত মামলার আসামি হিসেবে তাকে হাজির করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।এ ব্যাপারে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জাসমীন আহমেদ জানান, ২০১২ সালে র‌্যাবের দায়ের করা মাদক আইনের মামলায় আসামি নূর হোসেনের উপস্থিতিতে আদালতে সাক্ষ্য গ্রহণ হয়েছে। এছাড়া চাঁদাবাজির একটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আইনজীবীরা। এ ছাড়া আরও পাঁচটি মামলার শুনানি হয়েছে আদালতে।তিনি আরও জানান, মামলাগুলো বিচার প্রক্রিয়া চলছে। এই সাত মামলায় নূর হোসেন ছাড়াও কোনো মামলায় আরও সাতজন আসামি, কোনো মামলায় আটজন আসামি এবং কোনো মামলায় তেরোজন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১২ ডিসেম্বর পরবর্তী স্বাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন।