ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লার কাশীপুর এলাকার রোকসানা আক্তার (১৮) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবতীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ওই এলাকার আব্দুর রবের মেয়ে। গত ১৫ ডিসেম্বর থেকে সে নিখোঁজ রয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রোকসানার মা রোকেয়া বেগম ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
রোকেয়া বেগম জানান, রোকসানা গত ১৫ ডিসেম্বর সকালে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মেয়েকে খুঁজে পেতে বিভিন্ন স্থানে মাইকিংসহ লিফলেট বিতরণ করা হয়েছে। ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরিও করেছেন তিনি। রোকসানার সন্ধান পেলে ০১৯১৬০৬১০২৩, ০১৯১৪৮৮২৮৩৯ নম্বরে যোগাযোগ করার আকুতি জানান এই যুবতীর মা। সন্ধানদাতা নগদ পুরস্কার দেয়া হবে বলেও তিনি জানান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, মেয়েটির সন্ধানে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।