আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রবীর গোস্বামী বাবু যে স্বপ্ন দেখিয়ে ছিলেন

নবকুমার : আসন্ন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নিবাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রবীর গোস্বামী বাবু ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, বঙ্গবন্ধু অভিযাত্রিক-এর কেন্দ্রীয় সদস্য সচিব, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর কেন্দ্রীয় উপদেষ্টা, পঙ্কজ গোস্বামী ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা, তরুণ আওয়ামী লীগ নেতা । গত ৭ নভেম্বর রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। ৮ নভেম্বর লাশ ময়না তদন্ত শেষে মৃতের গ্রামের বাড়ি হাটুরিয়াতে বিকালে লাশ দাহ করার কথা রয়েছে। তার মৃত্যুতে এলাকা শোকের ছায়া নেমে এসেছে। প্রসঙ্গত ১০ ডিসেম্বর বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রবীর গোস্বামী বাবু ৭ নভেম্বর আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তার বাবা ছিলেন বেড়া উপজেলার জনপ্রিয় প্রধান শিক্ষক পঙ্কজ গোস্বামী বাবু । প্রবীর গোস্বামী বাবুর বেড়া-সাথিয়া উপজেলা নিয়ে অনেক স্বপ্ন ছিলো। মৃত্যুর আগে গত ১ অক্টোবর দৈনিক সংবাদচর্চাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন  উল্লাপাড়া থেকে শাহজাদপুর-বেড়া হয়ে নগরবাড়ি পর্যন্ত রেলপথ অবিলম্বে বাস্তবায়ন চাই। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল করতে হবে। বেড়া উপজেলায় একটি টেকনিক্যাল ইন্সটিটিউট করতে হবে। নগরবাড়ি টু বাঘাবাড়ি নদীপথ ড্রেজিং করে নৌ-চ্যানেল সারাবছরের জন্য সচল রাখতে হবে। বেড়া উপজেলার ডেইরি ও তাঁত শিল্পের আধুনিকায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে খামার মালিক ও তাঁতীদের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। আমি যদি বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হই এই কাজ গুলো অগ্রাধিকার পাবে।