আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খুনিরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ মুছে ফেলতে চেয়েছিল

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন বলেছেন, নতুন প্রজন্মের কাছ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ মুছে ফেলতে চেয়েছিল কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার হত্যাকারীরা( খুনিরা)। চক্রান্তকারীদের সকল চক্রান্ত নস্যাৎ করে নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস পৌঁছে দিতে হবে। তবেই নতুন প্রজন্মের কাছে দেশ মাটি ও মায়ের প্রতি মমত্ববোধ তৈরি হবে । বুধবার নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ,মুক্তিযুদ্ধ ও জাতীয় চার নেতা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।