আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মঞ্চ মাতিয়ে গেলেন ডলি শায়ন্তনী

রফিকুল ইসলাম রানা:আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ মাতিয়ে গেলেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী ডলি শায়ন্তনী। শনিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কলাগাছিয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র- ছাত্রী ও শিক্ষক- শিক্ষিকাদের পুনর্মিলনী অনুষ্ঠান -২০১৭ উপলক্ষে অয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ডলি শায়ন্তনী পারফর্ম করেন।

এ সময় অপর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ও চ্যানেল আই তারকা পুলক, জনপ্রিয় চলচ্চিত্র কৌতুক অভিনেতা চিকন আলী এবং বিশেষ একটি নৃত্য শিল্পী গোষ্ঠি ও পরফর্ম করেন। অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ( এমপি) সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব জুলকারনাইন ডালিম, নারায়ণগঞ্জ জেলার পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাইজাদী ইউপির চেয়ারম্যান মোঃ আরী হোসেন ভূঁইয়া, থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা বেগম, সহকারী শিক্ষক মোঃ গিয়াসউদ্দীন ভূঁইয়া, সাবেক শিক্ষক আঃ মোতালিব ভূঁইয়া, সাবেক শিক্ষক স্বদেশ চন্দ্র, আওয়ামীলীগ নেতা নুরুলহক ভূঁইয়া, আঃ মেতিন মোল্লা (ইউপি সদস্য) প্রাক্তন ছাত্র নির্মণ চন্দ্র চন্দ, রফিকুল ইসলাম রানা, মোঃ মজিবুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মঞ্জুর হোসেন, মোঃ মঞ্জুর হোসেন মাস্টার, মোঃ আমরুজ মিয়া প্রমুখ।