আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাঝ নদীতে মহিলা,টেঁটা বল্লম নিয়ে আক্রমন

সংবাদচর্চা রিপোর্ট: সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেছে প্রশাসন । জেলেরা মহিলা পুরুষ একত্রিত হয়ে টেঁটা বল্লম নিয়ে প্রশাসনের উপর আক্রমন করে। বৃদ্ধ মহিলাদের নিয়ে নদীর মাঝখানে চলে আসে আসামী ছাড়িয়ে নেয়ার জন্য। পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুরিয়ে বিনষ্ট করা হয়। তিনজনকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা জেসমিন বেগম জেলা প্রশাসনের সাথে ছিলেন। অভিযানে সহযোগিতা করেন সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা । ২৫ অক্টোবর এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন এসব তথ্য জানিয়েছেন ।