সংবাদচর্চা রিপোর্ট: জাতীয় নিরাপদ সড়ক দিবস (২০২০) উপলক্ষে নারায়ণগঞ্জে মোটরযান মালিক, চালক, যাত্রী ও পথচারীদের সাথে আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট তাহেরা ববির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বিআরটিসি নারায়ণগঞ্জ। সভায় জেলা প্রশাসক বলেন, একটি নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রত্যেকে নিজের জায়গা থেকে এগিয়ে আসুন। মোটরযান মালিক, চালক, যাত্রী ও পথচারীরা সড়ক আইন, নির্দেশনাবলীগুলো মেনে চলুন। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ী চালাবেন না। মোটরযান মালিকদের চালক নিয়োগের আগে চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই করে নিতে হবে। বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি রাস্তায় নামাবেন না।
চালকদের প্রতি আহবান অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। মাদককে না বলুন, ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালাবেন না। যাত্রীদের সাথে ভালো আচরণ করুন। যাত্রীদের প্রতি আহবান থাকবে চালকের মনোযোগ বিঘ্ন ঘটে এমন কিছু করবেন না।
প্রথচারীদের জেব্রা ক্রসিং ,ফুটওভার ব্রিজ, আন্ডারপাস দিতে রাস্তা পারাপার হতে হবে।