আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করায় রূপগঞ্জে আনন্দ র‌্যালি


সংবাদচর্চা রিপোর্ট: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিশাল আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ এবং সরকারী মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রসংসদ। গতকাল সরকারী মুড়াপাড়া কলেজ মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রসংসদ এর সাবেক ভিপি ও রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, সরকারি মুড়াপাড়া কলেজ এর অধ্যক্ষ বাবু সুকুমার দাস, সহকারী অধ্যাপক আল আমিন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূইয়া মাছুম, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রসংসদ এর ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজিব, এজিএস আশিকুর রহমান আশিক,মাইনুল, মনির, বিল্লাল, তানজিল, সাকিলা, সবুজ, আল আমিন, বিজয়, কলেজ শাখা ছাত্রলীগ নেতা আরিফ, রাব্বি, সাকিল, রায়হান, বাপ্পি, ইমন প্রমুখ। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন শ্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন।