সংবাদচর্চা রিপোর্ট: আড়াইহাজারে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ( ১১ অক্টোবর) সকালে তার লাশ উদ্ধার করা হয়। মৃতের নাম রেশমা। সে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের শখেরগাঁও এলাকার মৃত রফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় ও মৃতের পরিবার সুত্রে জানা গেছে শনিবার দিবাগত রাতে সে নিজের ঘরে পড়নের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কের কারণে সে আত্মাহত্যা করেছে ।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু (ইউডি) মামলা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।