আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমরা আমাদের নিজেদের উন্নয়ন করার ক্ষমতা রাখি ——শেখ সেলিম

মো:হাচিবুর রহমান , গোপালগঞ্জ : বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এমপি, বলেছেন, আমরা আমাদের নিজেদের উন্নয়ন করার ক্ষমতা রাখি। পদ্মা ব্রিজের মত ১০টি ব্রিজ করার ক্ষমতা আওয়ামীলীগ সরকারের আছে। বঙ্গবন্ধু কে হত্যার মাধ্যমে বাংলাদেশ ৫০ বছর পিছিয়ে গেছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হত না। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এ বিজয়ের মাসে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিজয়ের মাসে এই হবে আমাদের শপথ।
শনিবার সকাল ১১ টায় ঘোনাপাড়ায় অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন প্রতিষ্ঠানে রেটিনা বিভাগের উদ্ভোধন উপলক্ষ্যে আয়োজিত অনুৃষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অনুৃষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেখ সেলিমের কনিষ্ঠ পুত্র কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ মোখলেসুর রহমান সরকার, গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী ইমদাদুল হক প্রমুখ।
এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন প্রতিষ্ঠানে নার্স, ডাক্তারসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে দুপুর ১২টার দিকে তিনি এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ১৪২ তম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।