আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি সবার প্রার্থী : টুটুল

সংবাদচর্চা রিপোর্ট: আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান শরিফ আহমেদ টুটুল সংবাদচর্চাকে বলেছেন, আমি সবার প্রার্থী । সবার সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। অনেকেই আমার বিরুদ্ধে অনেক কিছু লিখেছে। কেউ কেউ বলছে আমি নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছি। তারা দেখুক আমি আজ নিজে এসে প্রতীক গ্রহণ করলাম। নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। মাঠে আছি এবং শেষ পর্যন্ত মাঠে থাকব।

রবিবার ( ৪ অক্টোবর) সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আনারস প্রতীক পেয়ে শরিফ আহমেদ টুটুল এসব কথা বলেন।