আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক কমিটিকে সংবর্ধনা

সংবাদচর্চা রিপোর্ট : রূপগঞ্জ উপজেলার রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক কমিটির সদস্যদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ( ৩ অক্টোবর) সকালে মাদ্রাসা কার্যালয়ে রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত এড হক কমিটির সদস্যবৃন্দ তাদের সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি মো: মুন্না খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাবেক সভাপতি মোছাদ্দেক হোসেন পান্নু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, আলহাজ্ব আবুল হাসনাত ভুঁইয়া, তারাব পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মফিজ, সাবেক কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা, আলহাজ্ব সুরুজ্জামান ভুঁইয়া , আলহাজ্ব রফিকুল ইসলাম পনির খাঁন, হাজী শহিদুল, সামসু, সাকু ভুইয়া, হালিম, তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাবেল , আইনুল কবির দিমন, সেলিম, শিক্ষক প্রতিনিধি মাওলানা মো: ওবায়দুল হক, রফিক মীর । পরে অতিথিবৃন্দ সাবেক কমিটির সদস্যদের উপহার সামগ্রী তুলে দেন।

প্রসঙ্গত গত ১২ সেপ্টেম্বর রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৪ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা। মাদ্রাসার নতুন এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: মুন্না খাঁন। কমিটির অন্য সদস্যরা হলেন মাওলানা মুফতি মো: ওবায়দুল হক ( শিক্ষক প্রতিনিধি), মাহবুবুল ইসলাম দুলু ( অভিভাবক প্রতিনিধি) , সুপার/ভারপ্রাপ্ত সুপার (সদস্য সচিব)।